পরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতির

শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

রোববার ‍সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে অগ্রগতি সংক্রান্ত এক সভার সূচনা বক্তব্য তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষ পদ্ধতি পরিবর্তনের জন্য ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞরা নানান বিষয়ে কাজ শুরু করেছে। এসএসসি পরীক্ষা দেড় মাস, এইচএসসি পৌনে দুই মাস ধরে অনুষ্ঠিত হয়। এ সময় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয় না। যার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। মূলত এই কারণেই পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য চিন্তা চলছে।’

nurul islam nahid

পাবলিক পরীক্ষায় সেরা প্রতিষ্ঠান ফিরে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা করার জন্য আগে সুস্থ প্রতিযোগিতা করতাম। কিন্তু কিছু শিক্ষক নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা করার অপচেষ্টা অংশ হিসেবে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করছেন। এ কারণে সেরা প্রতিষ্ঠান নির্বাচন বাতিল করা হয়েছিল। তবে শিক্ষকদের চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে আবারও এই প্রক্রিয়া ফিরিয়ে আনা হচ্ছে।’

আগামী মঙ্গলবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষকদের সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে।’



মন্তব্য চালু নেই