পরিবর্তন হতে পারে বিএনপির কমিটি

বিএনপির কমিটি নিয়ে ক্ষুব্ধ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেও। ঢাউস কমিটিতে তেমন গুরুত্ব পায়নি তারেক রহমানের মতামত। জানা গেছে, এ নিয়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি টেলিফোনে কথাও বলেছেন।

তারেক রহমানের একটি প্রতিনিধি দল রোববার গুলশান কার্যালয়ে গিয়ে এক প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের পরামর্শের ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনকে ভুল বুঝিয়েছেন কোনো একটি মহল।

ইতোমধ্যে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে প্রত্যাশিত পদ না পেয়ে খালেদা জিয়ার ঘনিষ্ঠ নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুসহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত্যাগ করেছেন। চেয়ারপারসনের উপদেষ্টা পদ পাওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারও পদত্যাগের চিন্তা করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানও ওই পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

দলের কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পর সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় নেতা-কর্মীসহ পরিবার-পরিজনের প্রশ্নের মুখে পড়েছি। তাই ওই পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।



মন্তব্য চালু নেই