পরিবহন সেবা বাড়ানোর দাবিতে বেরোবির গেইট অবরোধ

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : পর্যাপ্ত পরিবহন ব্যাবস্থার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস। রবিবার বিকেলে বাসের দাবিতে ঘন্টাখানেক বিশ্ববিদ্যালয়ের মুল গেট অবরোধ করে শিক্ষার্থীরা।

জানা যায়, প্রতি সেমিস্টারে প্রত্যেক শিক্ষার্থী পরিবহন বাবদ তিনশ টাকা পরিশোধ করলেও প্রায় আট হাজার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মাত্র তিনটি বাসের মধ্যে দুইটি বাসই অচল হয়ে পড়ে আছে। শিক্ষার্থীরা মাত্র একটি বাসে জায়গা না পাওয়ায় উত্তেজিত হয়ে ওঠে যার পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীদের অপর বাসটি আটকায় এবং বিশ্ববিদ্যালয়ের মুল গেট অবরোধ করে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে অন্য একটি বাসের ব্যাবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুর রহমান বলেন, বাসে পর্যাপ্ত জায়গা না পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট অবরোধ করে, পরে নতুন বাসের আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেয়।



মন্তব্য চালু নেই