পরীক্ষার্থীদের সুবিধার্থে কর্মসূচি পরিবর্তন প্রধানমন্ত্রীর

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সুবিধার্থে নিজের কর্মসূচির সময় ও স্থান পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম পরীক্ষার দিন সোমবার প্রধানমন্ত্রী সকাল ৯টার পরিবর্তে সাড়ে ১০টায় তার গণভবন থেকে বের হবেন। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার করার পর বাসা থেকে বের হবেন তিনি।

পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করবেন সচিবালয়ের পরিবর্তে তার তেজগাঁওয়ের কার্যালয়ে। সেক্ষেত্রে দীর্ঘ রুটে সচিবালয়ে যাওয়ার পরিবর্তে গণভবন থেকে বের হয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়েই যাবেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা চলে আসবেন এখানেই।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।

পয়লা ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের ভকেশনাল পরীক্ষ। এবারের পরীক্ষায় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ ছাত্রী।



মন্তব্য চালু নেই