পর্যটকে মুখরিত ভোলার পর্যটন কেন্দ্রগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত

মোঃ ফজলে আলম, ভোলা: ভোলার মনপুরা, চর কুকরী-মুকরী, নারিকেল বাগানসহ বিশাল এলাকা এখন পশুপাখিদের অভয়ারণ্য। শহরের দূষণ ঝেরে, ক্লান্তি ভুলে নির্মল প্রকৃতির ছোঁয়া পেতে এসব চরাঞ্চলে পা বাড়াচ্ছেন পর্যটকরা।ট্রলারে করে এখানে ঘুরে বেড়ানোর সময় চোখে পড়বে দুই পাশে বিশাল বনায়ন। বিভিন্ন প্রজাতির শত শত পাখি পর্যটকদের যেন স্বাগত জানাতে প্রস্তুত থাকে ।

বনের ভেতর হরিণের দৌড়ঝাঁপ যেমন দেখা যায়, তেমনি ইলিশ ও কাঁকড়া ধরার দৃশ্য আকর্ষণ করে পর্যটকদের। আর বিশাল সমুদ্র সৈকতে সূর্যোদয় ও অস্ত যাওয়ার দৃশ্য দেখা যেন বাড়তি পাওয়া।

তবে, প্রকৃতি এখানে সৌন্দর্য ঢেলে দিলেও পর্যটন উপযোগী পরিবেশ তৈরিতে রয়েছে কিছু অবকাঠামোগত সমস্যা। বিশুদ্ধ পানির সমস্যায় পড়তে হয় পর্যটকদের। আর ভ্রমণপিপাসুরা ভোগেন নিরাপত্তাহীনতায়। এসব সমস্যা সমাধানে এই এলাকাকে পর্যটনকেন্দ্র ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা।

অপরদিকে পর্যটকদের জন্য একটি কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট কাম রেস্ট হাউজ নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দ্বীপ জেলা ভোলার এসব এলাকা দেশের নতুন আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাবে, সে আশা ভোলাবাসীর পাশাপাশি পর্যটকদেরও।



মন্তব্য চালু নেই