পল্লী বিদ্যুতের লাইনে অনিয়ম

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল রাতোর বাবুরিয়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইন নির্মান কাজে অনিয়মের অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা ছত্রমোহন রায়।

অভিযোগ রয়েছে, উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া, গোপিনাথপুর, লক্ষীপুর ও কুমুরিয়া গ্রামের লটের বিওকিউ-২৭৬.০৫, সিরিয়াল নং-১৮, লট নং-১৪০৩৭ এর আওতায় ৩.৮৪৫ কিঃমিঃ লাইনে ২৮৮টি আবাসিক, ১টি মসজিদ ও চারটি সেচ পাম্পের লাইন নির্মান কাজে মাষ্টার প্ল্যান অনুযায়ী কাজ আরম্ভ করা হয।

কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে মোটা অংকের টাকার বিনিময়ে উক্ত লটের ০৬টি আবাসিক ও ৩টি সেচ পাম্পের সংযোগ কাজ বাদ দিয়ে মালিভিটা গ্রামে বিদ্যুৎ লাইন নির্মান কাজ করা হয় যা মাষ্টার প্ল্যানের আওতাভুক্ত নয় বলে অভিযোগকারী অভিযোগ করেছেন।

উৎকোচ গ্রহণ করে ঘুষ দুর্নীতি অনিয়মের বিচার চেয়ে দুর্ণীতি দমন কমিশন, ঠাকুরগাও, ঠাকুরগাও প্রেস ক্লব, ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি ও পীরগঞ্জ জোনাল অফিস কার্যালয়, আরইবি চেয়ারম্যান খিলক্ষেত ঢাকা ও মুক্তিযোদ্ধা সংসদ মন্ত্রণালয় ঢাকা বরাবরে অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।



মন্তব্য চালু নেই