পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁতে পারে

কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে পশ্চিমবঙ্গবাসীর। বাংলাদেশের থেকেও সেখানে তাপমাত্রা অনেক বেশি। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি। আর মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৪২।

এদিকে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বইবে তাপপ্রবাহ। এর মধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতে পারে তীব্র তাপপ্রবাহ।

আলিপুর আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আজ মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁতে পারে।

ঝাড়খণ্ডের দিক থেকে ধেয়ে আসা শুষ্ক গরম বাতাসের প্রবল দাপটেই রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রারও।

প্রতি বছরই এ সময় বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় থেকে রাজ্যে ঢোকে প্রচুর জলীয়বাষ্প। যার ফলে তীব্র গরমের মধ্যেও কালবৈশাখীর ঠাণ্ডা হাওয়ায় শীতল হয় পরিবেশ। কিন্তু এ বছর অনেক দুর্বল এই উচ্চচাপ বলয়। তাই গরম হাওয়ার দাপটে প্রাণ যায় যায় রাজ্যবাসীর। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



মন্তব্য চালু নেই