পশ্চিমবঙ্গে বাড়ির মেঝে থেকে মিলল ২১টি কেউটে

ভারতের পশ্চিমবঙ্গের বেহালার শকুন্তলা পার্কে একটি বাড়ির মেঝের নীচ থেকে একুশটি বিষধর কেউটে সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বড় এবং ছয়টি ছোট সাপ ছাড়া বাকিদের মেরে ফেলা হয়েছে।

শকুন্তলা পার্কের জোড়া পুকুর এলাকায় একটি বাড়ির মেঝের নীচে ছিল এই কেউটের দল। বৃহস্পতিবার সকালে একটি সাপ নজরে আসে বাড়ি ছোটদের।

এরপর মেঝের তলা থেকে বের হয় আরও দুটি সাপ। সন্ধ্যা থেকে শুরু হয় মাটির বাড়ির মেঝে খোঁড়াখুঁড়ি। মেলে একুশটি সাপ ও সাপের ডিম। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দারা।



মন্তব্য চালু নেই