পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট আজ

পশ্চিমবঙ্গে আজ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট। ভোট হচ্ছে দুই জেলার মোট ২৫টি আসনে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে ১৬টি বিধানসভা কেন্দ্র। আর কোচবিহারে রয়েছে ৯টি বিধানসভা আসন। এই ষষ্ঠ দফার ভোট হচ্ছে কার্যত বাংলার দুই প্রান্তে। উত্তর আর দক্ষিণ বঙ্গে।

এই শেষ দফার ভোটেও রাজ্যে ভাগ্য নির্ধারিত হতে চলেছে জনাকয়েক মন্ত্রী ও সাংসদের। তাদের মধ্যে রয়েছেন সুদর্শন ঘোষদস্তিদার, শুভেন্দু অধিকারী, উদয়ন গুহ, নির্বেদ রায়, দিব্যেন্দু অধিকারী, অখিল গিরি ও জ্যোতির্ময় কর । অন্যদিকে, বামফ্রন্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন হেভিওয়েট নেতা পরেশ অধিকারী, অক্ষয় ঠাকুর ও চক্রধর মেইকাপ ।

মেদিনীপুরের আসনগুলো হচ্ছে- তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর ও এগরা। আর কোচবিহারের আসনগুলো হচ্ছে- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই। এবারের প্রার্থী সংখ্যা ১৭০। ভোটাদাতার সংখ্যা ৫৮ লক্ষ ৪ হাজার ১৯।



মন্তব্য চালু নেই