পাঁচবিবিতে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে কুয়েত গুডউইল ফান্ড (কেজিএফ) কর্মসূচির আওতায় ধান চাষে গুটি ইউরিয়ার ব্লক প্রদর্শনীর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ৪ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের সেলোবেলো গ্রামে জাকস ফাউন্ডেশন পাঁচবিবি-০২ শাখার আয়োজনে ও কেজিএফ কর্মসূচি, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মিজানুর হোসেন।

বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের সহকারী পরিচালক ওবায়দুর ইসলাম, পোগ্রাম অফিসার হোসাইন আল মুফতি, কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন, ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তা সালাম সরকার, প্রবীণ কৃষক আলাউদ্দিন, ঋণ কর্মকর্তা আফজাল হোসেন, স্থানীয় ছেলোবেলো গ্রামের প্রবীণ সফল কৃষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় গ্রামের ১৫ জন কৃষক গুটি ইউরিয়া সার ব্যবহার করে অধিক ফলন পেয়েছেন। আগামীতে এই সারের ব্যবহার ১০ গুণ হবে বলে বক্তারা জানান।



মন্তব্য চালু নেই