পাঁচবিবিতে মহান মে দিবস পালিত

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। আজ রবিবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে দিবসটি সূচনা হয়। বেলা ১২ টায় ইমারত নির্মান শ্রমিক অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমারত নির্মানের সভাপতি ছায়েম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান। বক্তব্য রাখেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাবেক সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ। মে দিবসের কর্মসূচীতে ড্রাইভার কল্যাণ সমিতি, মটর শ্রমিক, ট্র্যাক শ্রমিক, দোকান প্রতিষ্ঠান কর্মচারী, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, সরকারি খাদ্য গুদাম কুলি শ্রমিক, চাতাল শ্রমিক, নাপিত শ্রমিক, বাজার কুলি শ্রমিক, রিক্সা-ভ্যান শ্রমিক, সমিতি ও আদিবাসী ক্ষেত মজুর সহ ১৬টি শ্রমিক সংগঠন অংশ নেয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮৮৬ সালে আজ থেকে ১’শ ৩০ বছর আগে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘন্টা কর্মরত থাকার দাবিতে আন্দোলন শুরু করেছিল শ্রমিকরা। ৬ জন শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে এই দিবসটি আন্তর্জাতিক মে দিবস হিসাবে স্বীকৃত পায়।



মন্তব্য চালু নেই