পাঁচবিবি উপজেলায় যত্রতত্র দেশীয় অস্ত্রের ব্যবহার ॥ উদ্বিগ্ন সাধারণ মানুষ

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) থেকে : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যত্রতত্র দেশীয় অস্ত্র তথা পশুকড়াল, রাম দা, বড় হাসুয়া, চা-পাতি, শামুরাই, ছুরি বল্লাম প্রভৃতি দেশীয় ধারালো অস্ত্রের ব্যবহার এখন প্রকাশ্যে হলেও, এসব উদ্ধারে প্রশাসনের কোন মাথাব্যাথা নেই। ফলে উপজেলার পাড়া মহল্লার অধিকাংশ ঘরেই দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে উপজেলা বাসী। প্রত্যক্ষ দর্শীরা জানান রাজনৈতিক আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ, পাড়া মহল্লায় পারিবারিক সংঘর্ষ থেকে শুরু করে প্রতিটি ছোট বড় সংঘর্ষে উভয় পক্ষই প্রকশ্যে ব্যবহার করছে এসব ধারালো অত্র। আরোও জানা গেছে দেশীয় অস্ত্রের ব্যবহার এমন পর্যায়ে পৌছেছে যে ১৪-১৫ বছর বয়সী কিশোর সহ নানা বয়সীদের হাতে এখন এই অস্ত্রগুলি শোভা পাচ্ছে। উপজেলা বাসীর আরোও অভিযোগ গ্রামে-গঞ্জে, পাড়া মহল্লার প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিদের নেতৃত্বে গড়ে উঠা কিছু ক্যাডার বাহিনির হাতে ছাড়াও বিভিন্ন মহল্লার বখাটে যুবকদের হাতে দেশীয় অস্ত্র বেশি চোখে পড়ে। উপজেলাবাসী আরোও বলেন প্রতিনিয়ত কোথাও না কোথাও ছোট বড় সংঘর্ষে উভয় পক্ষের এই ধারালো অস্ত্রের আঘাতে কেউ বা নিহত, কেউ বা আহত হচ্ছে। অথচ প্রশাসন যদি আগ্নেয় অস্ত্রের উদ্ধারের পাশাপশি উপজেলার পাড়া মহল্লার বিভিন্ন ঘরে ঘরে অভিযান চালিয়ে এই দেশীয় অস্ত্র উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যেত তাহলে সম্পুর্ণ না হলেও পাড়া মহল্লার সংঘর্ষে এসব দেশীয় অস্ত্রের প্রকাশ্যে ব্যবহার হানাহানি, রক্তপাত, সহিংসতা অনেকটায় কমে যেত।



মন্তব্য চালু নেই