পাওয়েল ও গেকে হারিয়ে দিলেন গ্যাটলিন

জাস্টিন গ্যাটলিন এবার হারিয়ে দিলেন স্বদেশি আমেরিকান টাইসন গে ও জ্যামাইকান আসাফা পাওয়েলকে। সুইজারল্যান্ডের লসানেতে ডায়মন্ড লিগ মিটে ২০১৫ সালের যুগ্ম দ্বিতীয় দ্রুততম টাইমিং করেছেন গ্যাটলিন। দুইবার ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফিরে নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন গ্যাটলিন। সামনের মাসের বিশ্ব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এবার তিনি ১০০ মিটারে টাইমিং করলেন ৯.৭৫ সেকেন্ড।
উসাইন বোল্ট ইনজুরির কারণে ছিলেন না। কিন্তু ছিলেন যারা সেই পাওয়েল ও গে দুজনেই ১০০ মিটার শেষ করেছেন ৯.৯২ সেকেন্ডে। তাদের দুজনরেও ইতিহাস আছে ডোপ টেস্ট ফেল করার। নিষেধাজ্ঞা কাটানোর।
৩২ বছরের গে ২০১৩ সালে ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। আর ৩২ বছরের পাওয়েল ২০১৩ সালে পজিটিভ হয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা কাটান। এই দুজনকে হারানো গ্যাটলিনের এবারের মৌসুমের সেরা টাইমিংটা অবশ্য ৯.৭৪ সেকেন্ড। দুইবার ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন। চার বছর নিষিদ্ধ ছিলেন। তারপর ফিরেও অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন গ্যাটলিন। আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন উসাইন বোল্টের সাথে লড়াইয়ের আশা তার।



মন্তব্য চালু নেই