‘পাকিস্তানকে মারাত্মক আঘাত দেওয়ার সিদ্ধান্ত ভারতের’

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার পাকিস্তানকে মারাত্মক আঘাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য সুব্রামানিয়ান স্বামী আজ শুক্রবার এ কথা জানিয়েছেন।

সুব্রামানিয়াম স্বামী রাজ্যসভায় বিজেপির সংসদ সদস্য। সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তানকে মারাত্মক আঘাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, নরেন্দ্র মোদির সরকার সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনাধীন।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের অনলাইন সংস্করণে প্রচারিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

সিদ্ধার্থ নাথ সিং বলেন, ‘প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর কথা শোনার পর সামরিক পদক্ষেপের বিষয়টি নিয়ে আর কোনো সন্দেহ নেই।’

একই সঙ্গে মনোহর পারিকরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উরি হামলার শোধ নেওয়ার যে অঙ্গীকার করেছেন, তা কথার কথা নয়।

বেশ কয়েক মাস ধরেই ভারতশাসিত কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত। আর চলতি মাসেই কাশ্মীরে এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ব্যাপারে পাকিস্তানকে দায়ী করছে ভারত। আর এ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন অবনতির দিকে।



মন্তব্য চালু নেই