পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন আকমল ও ইরফান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যরে দল ঘোষণা করছেে পাকিস্তান। ১৩ জানুয়ারি ব্রিসবেনে শুরু হতে যাওয়া সিরিজের দলে ফিরেছেন উমর আকমল ও মোহাম্মদ ইরফান।

ওমর আকমল টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচের পর আবারও দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান।

অধনিায়করে ভার থাকছে আজাহার আলীর কাঁধেই। মেলবোর্ন টেস্টে অপরাজিত ২০৫ রান করে তিনি জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

ওয়ানডে দল নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজাম-উল-হক বলেছেন, ‘ওয়ানডে দল নির্বাচন করা হয়ছেে অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা মাথায় রেখে। এবং ওয়স্টে ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই।

উল্লখ্যে ১৩ জানুয়ারি প্রথম ওয়ানডের পর বাকি চার ম্যাচগুলো হবে ১৫, ১৯, ২২, ২৬ জানুয়ারি।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, বাবর আজম, শোয়েব মালিক, আসাদ শফিক, ওমর আকমল, সরফরাজ আহমদে (উইকটেরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, রাহাত আলী, মোহাম্মদ ইরফান।



মন্তব্য চালু নেই