পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না সাউদি

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ চলার সময় বাঁ পায়ে আঘাত পেয়েছিলেন নিউজিল্যান্ড দলের নির্ভরযোগ্য পেসার টিম সাউদি। সেই চোটের কারণে ফলে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি এই ডানহাতি পেসারের।

আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য সেরে ওঠার কথা ছিল সাউদির। কিন্তু এখনো সেরে ওঠেননি তিনি।

১০ জানুয়ারি নিউজিল্যান্ড ক্রিকেট থেকে জানানো হয়েছে, সাউদি এখনো মাঠে ফেরার অবস্থায় নেই। সিটি স্ক্যানে দেখা গেছে চোট কমার বদলে উল্টো আরো বেড়েছে। দলের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাউদির খেলার কোনো সম্ভাবনা নেই।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে দুইদলের তিন ম্যাচের ওয়ানডের সিরিজ। পাকিস্তানের সাথে খেলতে না পারলেও আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সাউদিকে ফিরে পাওয়ার আশা করছেন ম্যাকমিলান।



মন্তব্য চালু নেই