পাকিস্তানের লজ্জার রেকর্ড

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মিরপুরে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অপ্রত্যাশিত রেকর্ডের মুখোমুখি পাকিস্তান। টি-টোয়েন্টিতে প্রথম ১০ ওভারে সবচেয়ে কম রান তুলেছে তারা।

১০ ওভারে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৩৪। এর আগে মিরপুরেই ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ রান করেছিল ২০০৯ এর টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরু থেকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের তোপে পড়ে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা। পেস অ্যাটাকের পাশাপাশি স্পিন অ্যাটাকও ছিল চমৎকার। শুধু প্রথম ১০ ওভারেই না পাওয়ার প্লেতেও (প্রথম ছয় ওভার) সবচেয়ে কম রান করেছে পাকিস্তান। ছয় ওভারে ২০ রানে ৩ উইকেট হারায় প্রাক্তন চ্যাম্পিয়নরা।

এবারের এশিয়া কাপে পাকিস্তানের পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান ৩২। সেটাও এসেছে ভারতের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের রান ২৬। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে করে মাত্র ২০ রান।



মন্তব্য চালু নেই