পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার ঘোষণা ভারতের

‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েছে ভারত।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর এ ঘোষণা দেন।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ১৮ ভারতীয় সেনা নিহতের ঘ্টনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এ ঘোষণা এলো।

শুক্রবার অনুরাগ ঠাকুর দক্ষিণ কেরালার কজহিকোড জেলায় ক্ষমতাসীন বিজেপির জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ ঘোষণা দিলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান তাদের সীমানায় সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছে।’

অনুরাগ ঠাকুর বলেন, ‘আজ ক্রিকেট নিয়ে কোনো নয়। পাকিস্তান সন্ত্রাসের মদদদাতা, সেটিই আমাদের কাছে মুখ্য। তাদের সঙ্গে এ ধরনের কিছু (ক্রিকেট খেলা) আমরা কল্পনাও করছি না।’

বিসিসিআই সভাপতি এও বলেন, ‘বিশ্বের সব দেশের উচিত পাকিস্তানকে চাপ দিয়ে একা করে ফেলা।’বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর

এরপরই তিনি বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই রাখা হবে না।’

২০০৭-০৮ সালে সর্বশেষ পাকিস্তান ভারতে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। সেবার তারা টেস্ট, ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলে। এরপর থেকে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে।

তবে ২০১২-১৩ সালে পাকিস্তান দেশটিতে এসে একটি ওয়ানডে সিরিজ খেলে গেছে।



মন্তব্য চালু নেই