পাকিস্তানে আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় নিহত ৮

পাকিস্তানে আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪ জন। সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চরসাদ্দা জেলার শাবকদর এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা সোহাইল খালিদ জানান, সোমবার সকালে এক আত্মঘাতী হামলাকারী আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাকে তল্লাশি করতে চাইলে সে বাধা দেয়। হামলার বিষয়টি পুলিশ টের পেয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ওই হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় ওই সময় আদালত প্রাঙ্গণে অনেক বেশি লোকজনের আনাগোনা ছিল। এ কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছে পুলিশ। হতাহতদের শাবকদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাতটি মৃতদেহ পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণস্থল থেকে গুলির আওয়াজ পেয়েছেন।



মন্তব্য চালু নেই