পাকিস্তানে তীব্র দাবদাহে ১৩ জনের মৃত্যু

এবার তীব্র দাবদাহে পাকিস্তানে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের ত্রাণ বিষয়ক কর্মকর্তা মেরাজ আহমেদ জানান, সিন্ধু প্রদেশের দাদু জেলায় অবস্থিত ১৩ শতকের লাল শাহবাজ কালান্দারের মাজারের ওরসে কয়েক হাজার মানুষ যোগ দেয়। অনুষ্ঠান চলার সময় শহরের তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড গরমে ওরসে থাকা ১৩ জনের মৃত্যু হয়।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় মরু অঞ্চলে গ্রীষ্মকালে গরমের মাত্রা অনেক বেশি থাকে। এখানে কখনও কখনও তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে প্রচণ্ড দাবদাহে ভারত জুড়ে প্রায় আড়াই হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই