পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে ৭ সেনাসহ নিহত ২৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে রোববার সংঘর্ষে ১৯ জঙ্গি ও সাত সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার দেশটির সেনাবাহিনী আন্তজনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী আফগান সীমান্তের লাড্ডা-শাওয়াল অক্ষে এই সংঘর্ষের সময় আত্মঘাতী বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত হন।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে জঙ্গিদের সম্পর্কে তথ্য ছিল। এক পর্যায়ে আমরা তাদেরকে ধাওয়া করে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় জঙ্গিদের একজন বোমা বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের সাত সেনা নিহত হন। পরে সেনাবাহিনীর গুলিতে ১৯ জঙ্গি নিহত হয়।’

পাকিস্তান সরকারের ‘দেশব্যাপী সন্ত্রাসবিরোধী পদক্ষেপ পরিকল্পনা’ এর অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ওই অঞ্চলে সম্প্রতি চালকবিহীন বিমান হামলায় বেশ সংখ্যক জঙ্গি নিহত হয়েছেন।

তথ্যসূত্র : ডন



মন্তব্য চালু নেই