পাকিস্তান থেকে নিজেদের কোম্পানি গোটাচ্ছে ব্ল্যাকবেরি

অবশেষে পাকিস্তান থেকে নিজেদের কোম্পানি গোটানোর সিদ্ধান্ত নিল ব্ল্যাকবেরি। ফোন ব্যবহারকারীদের তথ্য দেশের সরকারকে দিতে অস্বীকার করার পর সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে কানাডার এই স্মার্টফোন নির্মাতা সংস্থা। আগামী ৩০ ডিসেম্বর থেকে পাকিস্তানে তাদের পরিষেবা বন্ধের কথা জানিয়েছে সংস্থার চিফ অপরেটিং কর্মকর্তা। এর আগে ৩০ নভেম্বর পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সমাধান সূত্রের জন্য দেশের টেলিকমিউনিকেশন ওয়াচডগ পাকিস্তান টেলিকমিউনিকেশনের সঙ্গে আলোচনা চালাচ্ছিল তাঁরা। কিন্তু কোনও সমাধান সূত্র না মেলায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকবেরি।

সূত্র: কলকাতা



মন্তব্য চালু নেই