পাকিস্তান লিগে নিবন্ধন করেছেন সাকিব-তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অংশ নিতে নিজেদের নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। খবর দ্য ডনের।

পিসিবির বরাত দিয়ে ডন বলছে, এখন পর্যন্ত ১৫২ জন বিদেশি খেলোয়াড় পিএসএলে খেলতে নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজন অজি তারকা ওয়াটসন।

ওয়াটসনের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি সভাপতি নাজাম শেঠি। নাজাম শেঠি ওয়াটসনের যোগ দেয়াকে ‘গরম অন্তর্ভুক্তি’ বলে মন্তব্য করেছেন।

১৫৪ টি-টোয়েন্টিতে ৪১০৭ রান করা ওয়াটসন ৪-২৪ ফেব্রুয়ারির এই প্রতিযোগিতায় অংশ নিতে মুখিয়ে আছেন বলেও জানান পিসিবি বস।

পিএসলের এবারের লিগ হবে আরব আমিরাতে।

‘পিএসএলে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। এখানে অনেক বিশ্বমানের খেলোয়াড় খেলবে। তাই আমি আর দেরি করতে পারছি না।’ এক বিবৃতিতে বলেন ওয়াটসন।

পিসিবির সূত্র মতে, পিএসএলে নিবন্ধন করা ১৫২তম বিদেশি খেলোয়াড় ওয়াটসন।

নিবন্ধন করা তারকা খেলোয়াড়দের মধ্যে আরো আছেন- ক্রিস গেইল, কেভিন পিটারসেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, গ্রান্ট এলিয়ট, কিরন পোল্যার্ড, রবি বোপারা, অ্যান্ড্রু রাসেল, লুক রাইট, ব্রাভো, দিলশান, জেমস অ্যান্ডারসন, স্যামুয়েল বদ্রি, ইয়ান বেল, ড্যারেন স্যামি, টিম ব্রেসনান, ম্যাথিউস, সুনীল নারাইন, মালিঙ্গা, থিসারা পেরেরা, টেইলর, খেমার রোচ, জেসি রাইডার, ডোয়াইন স্মিথ।

আইসিসির সহযোগী দেশ থেকে নিবন্ধন করেছেন-শাপুর জাদরান, জর্জ ডকরিল, রিজওয়ান চিইমা, প্রিস্টন মমসেন, টিমরৌ অ্যালেন।



মন্তব্য চালু নেই