পাক সেনার গুলিতে বিএসএফ জওয়ান নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কঠুয়া জেলার হিরানগর সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে আহত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কনস্টেবল গুরনম সিং (২৬) মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার জম্মুর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর এনডিটিভির।

গত শুক্রবার সীমান্তে ভারত ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় পাকিস্তানি সেনাদের স্নাইপার হামলায় গুরুতর আহত হন গুরনম।

পরে আশংকাজনক অবস্থায় তাকে কঠুয়া জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে জম্মুতে সরিয়ে নেয়া হয়। সেখানেই শনিবার তার মৃত্যু হয়।

ভারতের দাবি, শুক্রবার হিরানগর সেক্টরে বিএসএফের সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি রেঞ্জার্স বা আধা-সামরিক বাহিনীর সাত সদস্য নিহত হন।

যদিও পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এমন দাবি নাকচ করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর উরিতে একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ১৯ সেনাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।

যদিও পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়। ওই হামলার পরিপ্রেক্ষিতে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

জবাবে পাকিস্তান সীমান্তের ভেতরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় বলে ভারত দাবি করে। পাকিস্তান এ দাবিও নাকচ করে আসছে। এরপর থেকে সীমান্তে দু’দেশের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।



মন্তব্য চালু নেই