পানামা পেপার্স কেলেঙ্কারি : ৬ জনকে দুদকে তলব

পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশের যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম এসেছে, তাদের মধ্যে ছয়জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল।

এর আগে বিষয়টি অনুসন্ধানের জন্য উপ পরিচালক আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধানী দল গঠন করা হয়। আখতার হামিদ ভুঁইয়াই আগামী ৪, ৫ এবং ৯ মে ছয়জনকে দুদক কার্যালয়ে তলব করেছেন। তবে এই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

সম্প্রতি পানামার একটি ল ফার্মের ১ কোটি ১০ লাখ নথি ফাঁস হয়ে যাওয়ার পর এল সালভাদরের মোসাক ফনসেকার ওই কার্যালয়ে অভিযান চালান হল। ওই নথি ফাঁসের ঘটনায় বিশ্বে জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ, খেলোয়ার ও চিত্রতারকাদের কর ফাঁকি আর অর্থ পাচারের দুর্নীতি সামনে এসে পড়ায় বিব্রত সরকারগুলো।



মন্তব্য চালু নেই