পানির চেয়ে সস্তা তেল!

১ লিটার পানি ২২ টাকা আর পেট্রল ১১ টাকা! আমাদের দেশে এটা অবিশ্বাস্য হলেও আরবে এটাই সত্য। বর্তমানে সৌদি আরবে জ্বালানি তেলের দাম পানির চেয়েও কম। ১ লিটার বোতলজাত ফিল্টার পানি আরবে বিক্রি হয় ১ রিয়াল অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২২ টাকায়। আর পেট্রল বিক্রি হয় প্রতি লিটার ১১ টাকায়।

আর সেখানে ১ লিটার কেরোসিন পাওয়া যায় সাড়ে ৫ টাকা। পৃথিবীর ৫০ শতাংশ তেলের মজুদ উপসাগরীয় এলাকার দেশগুলোর মধ্যে এই সৌদি আরবে। তেল বিক্রি করে এ দেশ সমৃদ্ধি অর্জন করেছে।

১৯৩০-এর দশকে তেল উত্তোলন শুরু করে দেশটি। পাশাপাশি হাতের নাগালে রেখেছে গাড়ির দামও। ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার রিয়ালে (১ রিয়াল ২২ বাংলাদেশি টাকা) চলনসই গাড়ি কেনা যায় আরব উপসাগরের এই দেশে।

তেলের পাশাপাশি ভোগ্যপণ্যের দামও রয়েছে হাতের নাগালে যেমন ১ লিটার বোতলজাত দুধ কিনতে পাওয়া যায় ২২ টাকায়।



মন্তব্য চালু নেই