পাবনার ঈশ্বরদীতে চাউল কল মালিকগ্রুপ ও শিল্প বণিক সমিতির মানব বন্ধন

সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়ে রবিবার দুপুর ১২ টা থেকে সোয়া ১২ পর্যন্ত মানব বন্ধন করেছে জেলার ঈশ্বরদী চাউল কল মালিক গ্রুপ, খায়রুল রাইচ এজেন্সিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী সমাজ।

একই সময় জেলার ঈশ্বরদী কুষ্টিয়া রোডের বরইচরা থেকে নতুনহাট মোড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় মানব বন্ধন রচনা করা হয়। এ সময় চাউল কল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথার, সহ-সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুল আজিজ মন্ডল ও যুগ্ন সাধারন সম্পাদক জুলমত হায়দার। তারা বলেন, আমরা ব্যবসায়ী সমাজের কেউই হরতাল অবরোধ ও নাশকতা চাই না। তারা এ সব বন্ধের দাবী জানান। অন্যদিকে একই সময় ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকেও বাজার রোডে জাতীয় পতাকা হাতে নিয়ে মানব বন্ধন রচনা করে। ১৫ মিনিট ব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে হরতাল অবরোধ ও নাশকতার প্রতিবাদ জানিয়ে শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউনুছ আলী মিন্টু ও সহ-সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ্র বক্তব্য দেন।



মন্তব্য চালু নেই