পাবনার দুটি ইউপিতে নৌকার জয়

রবিউল ইসলাম শাহীন , জেলা প্রতিনিধি পাবনা : পাবনার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয়ী আওয়ামী লীগের মো. মিরাজুল ইসলাম বিশ্বাস।
পাবনার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আজ সোমবার আওয়ামী লীগ মনোনীত মো. মিরাজুল ইসলাম বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মো. সেলিম খান। তিনি পেয়েছেন এক হাজার ৯৪৬ ভোট।

উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালে বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আর-আতাইকুলা ইউনিয়নে উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৮৭ ও নারী ভোটার ১৪ হাজার ১৬।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি জানান, নির্বাচন সুষ্ঠু করতে ইউনিয়নে এক প্লাটুন বিজিবির পাশাপাশি র‌্যাব, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা দায়িত্ব পালন করেন।
আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কোরবান আলী বিশ্বাসের মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে নির্বাচিত মিরাজুল ইসলাম বিশ্বাস কোরবান আলী বিশ্বাসের একমাত্র ছেলে।
এদিকে পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের বাবুলচরা বিদ্যালয় কেন্দ্রের উপনির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৫ দশমিক ৫০ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মতলেবুর রহমান মিনহাজ ১২ হাজার ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নেফাউর রহমান রাজু পেয়েছেন ১০ হাজার ২২৭ ভোট।



মন্তব্য চালু নেই