পাবনায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

রবিইল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা: নিখোঁজ হওয়ার সাতদিন পর শ্বশুরবাড়ি থেকে মনিরুজ্জামান মনির (২৭) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী রাবেয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সদর উপজেলার কামারগ্রাম থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনির সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের মওলানা আব্দুল মজিদের ছেলে এবং রাবেয়া গয়েশপুর ইউনিয়নের কামারগ্রামের আবুল হোসেনের মেয়ে।

পাবনা সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল শেখ সেলিম জানান, মোবাইলে সম্পর্কের জের ধরে রাবেয়ার সঙ্গে মনিরের বিয়ে হয়। এর আগেও একটি বিয়ে করেছিলেন মনির। টাকা পয়সা ও পারিবারিক কলহের জের ধরে (২৭ মার্চ) রোববার রাতে ঘুমের ওষুধ খাইয়ে রাবেয়া ও তার পরিবারের লোকজন মনিরকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মনিরের মরদেহ বাড়ির পাশে গর্ত করে পুঁতে রাখে।

এদিকে ২৭ মার্চ (রোববার) রাতে মনির নিখোঁজে হওয়ায় তার বাবার জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাবেয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে মনিরের মরদেহের সন্ধান দেন।



মন্তব্য চালু নেই