পাবনায় সেবাশ্রমের কর্মী হত্যায় শিবিরনেতা আটক

পাবনা : জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় সন্ধেহভাজন শিবির নেতা আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে উপজেলার চরঘোষপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল পাবনা পশ্চিম শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জুন) ভোর ৫টার দিকে পাবনা মানসিক হাসপাতালের ১ নম্বর গেট এলাকায় শ্রী শ্রী অনুকুল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের কর্মী নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিত্যরঞ্জন পান্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রসিক লাল পান্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুল অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে এ হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নাটোর ও পাবনায় পাদ্রি, পুরোহিত হত্যা এবং চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার পর জঙ্গিবিরোধী ‘সাঁড়াশি অভিযান’ শুরুর প্রথম দিনেই পাবনার হেমায়েতপুরে খুন হন সেবাশ্রমকর্মী।



মন্তব্য চালু নেই