পারল না ব্রাজিলের মেয়েরা

অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের স্বপ্ন অধরাই রইল ব্রাজিলের মেয়েদের। মঙ্গলবার রাতে আসর থেকে থেকে ছিটকে পড়েছে মার্তার দল। টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সুইডেন।

এ রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সুইডেন ও স্বাগতিক ব্রাজিল। এই ম্যাচের ১০ দিন আগে গ্রুপ পর্বের লড়াইয়ে সুইডিশদের ৫-১ গোলে হারিয়েছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু মঙ্গলবার রাতের সেমিফাইনাল ম্যাচে সুবিধা করতে পারেনি তারা। শেষ অব্দি দু্ই দলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।

অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুই দল। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পায় সুইডিশরা।

এর আগে অলিম্পিক ফুটবলে দু’বার রৌপ্য পদক জিতেছিল ব্রাজিল। এবার ঘরের মাঠে স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর ছিল তারা। কিন্তু অলিম্পিক স্বর্ণ অধরাই রইল ব্রাজিলের মেয়েদের কাছে।

অলিম্পিকে মেয়ে কিংবা পুরুষ ফুটবলে কখনোই স্বর্ণ পদক জিততে পারেনি ব্রাজিল। মেয়েরা ব্যর্থ হলেও চলমান রিও অলিম্পিকের পুরুষ ফুটবলে ব্রাজিলের স্বর্ণ স্বপ্ন এখনো সজীব। কেননা, নেইমারের নেতৃত্বে ব্রাজিল ফুটবল দল সেমিফাইনালে উঠেছে। বুধবার রাতে মাঠে নামবে তারা।



মন্তব্য চালু নেই