পালাউয়ের একটি দ্বীপে খরায় মারা যাচ্ছে জলজ প্রাণী!

পালাউয়ের একটি দ্বীপে মারাত্মক খরায় জলজ প্রাণী মারা যাচ্ছে। এখানে জনপ্রিয় জেলিফিশ লেক রয়েছে।গবেষকরা একথা জানিয়েছেন।এই পরিস্থিতিতে পর্যটন সংস্থাগুলো দেশটির একমাত্র এই পর্যটন কেন্দ্রে সফর বাতিল করছে।রাজধানী কোরোরের কাছে অবস্থিত লেকটি সাধারণত শান্ত থাকে।

এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এখানকার পর্যটকদের অধিকাংশই চীনের নাগরিক। পর্যটকরা এখনো সোনালি রঙের জেলিফিশের মধ্য দিয়ে ডুবে ডুবে সাঁতার কাটেন। অদ্ভুত সুন্দর প্রাণীগুলো তাদের পাশ দিয়ে চলে যায়। এটাই এখানকার প্রধান আকর্ষণ।

এই জেলিফিশগুলো বিষধর বা ক্ষতিকর নয়।তবে বর্তমানে ১৮ হাজার জনসংখ্যা অধ্যুষিত ছোট দেশটিতে স্মরণকালের ভয়াবহ খরা চলছে।

গতমাসে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, অঞ্চলটিতে জেলিফিশের সংখ্যা ৮০ লাখ থেকে ব্যাপক হ্রাস পেয়ে ৬ লাখের নিচে নেমে এসেছে।

গত বছর পাপুয়ায় ১ লাখ ৬০ হাজার বিদেশী পর্যটক এসেছে। এদের অর্ধেকের বেশি এসেছে চীনের মূল ভূখ- থেকে। দেশটির আয়ের সবচেয়ে বড় উৎস পর্যটন । এল নিনোর প্রভাবে দেশটিতে ভয়াবহ খরা চলছে।

এতে নদী ও বাঁধগুলো শুকিয়ে গেছে। খরার কারণে সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং সাহায্যের জন্য আন্তর্জাতিক দাতা রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানিয়েছে।



মন্তব্য চালু নেই