পাস হচ্ছে এনজিও বিল

সংবিধান বা সাংবাবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অশোভন মন্তব্য করলে ব্যবস্থা নেয়ার বিধার রেখে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের (এনজিও) ‘রেগুলেশন বিল-২০১৬’ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। বিলটি আগামী অধিবেশনেই পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদের মিডায় সেন্টারে প্রেসব্রিফিংয়ে অংশ নিয়ে একথা বলেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এসময় কমিটি সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।

সুরঞ্জিত বলেন, সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অশোভন আচরণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারবে। সমালোচনা করা যাবে, তবে গালিগালাজ করা যাবে না।



মন্তব্য চালু নেই