পাহারার মধ্যেই নাসিরনগরে আবারো হিন্দুবাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবার হিন্দুবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, রাতে ‌ওই এলাকায় সাত-আটজনের একটি দল পাহারা দিচ্ছিল। পাহারাদার থাকার পরও কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আগুনে নাসিরনগরের পশ্চিমপাড়ার জেলেপল্লীর ছুট্টু লাল দাস নামের এক ব্যক্তির দোচালা ঘর পুড়ে যায়। তাঁর লক্ষাধিক টাকার জালও পুড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় কয়েকজন জানান, আগুন লাগার আনুমানিক ১০ মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের আট সদস্যের একটি দল ঘটনাস্থলে পাহারা দিচ্ছিল। পাহারা শেষে বাড়ি ফেরার পরপরই এই অগ্নিকাণ্ড হয়।

পাহারা থাকা সত্ত্বেও নতুন করে এ অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ৪ নভেম্বর রাতে পাঁচটি ঘর ও একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তার আগে গত ৩০ অক্টোবর ঘটে যাওয়া ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, আগুন ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে দুই হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে আরো দুটি মামলা করে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে আলাদা দুটি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়। এখন পর্যন্ত ওই হামলার ঘটনায় ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই