পিএইচডি করে কুলির চাকরির জন্য আবেদন!

সরকারি চাকরির প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে। তাই বলে কুলির পদে চাকরির জন্য এমফিল-পিএইচডি, স্নাতকোত্তর পাস করা লোকেরা আবেদন করবে? কলুর বলদ হলেও এটি কি ভাবা যায়! কিন্তু হ্যা, প্রতিবেশি ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এমন অবাককরা ঘটনা।

মাস ছয়েক আগে ভারতে সরকারি চাকরি কুলির পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল। যোগ্যতা চাওয়া হয়েছিল ক্লাস ফোর পাস। কিন্তু আবেদনপত্র দেখে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের।

এই কুলির চাকরি পাওয়ার জন্য ৫ জন এমফিল, ২৫৩ জন স্নাতকোত্তর, ৯ জন স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ১০৯ জন ডিপ্লোমাধারী ব্যক্তি আবেদন করেছেন। মোট ৯৮৪ জন স্নাতক ডিগ্রিধারী আবেদন করেছেন এ পদের জন্য।

জানা গেছে, মোট পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। আর এতে আবেদন করেছেন মোট ২ হাজার ৪২৪ জন। এ নিয়েই সমস্যায় পড়েছেন মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তারা।

গত বছর ডিসেম্বর মাসে এ পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আগামী আগাস্টে পরীক্ষা নেয়া হবে।



মন্তব্য চালু নেই