পিএসসির আদলে শিক্ষক নিবন্ধন কমিশন হচ্ছে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদালে বেসরকারি শিক্ষক নিবন্ধন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বুধবার দুপুরের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতীয় শিক্ষক নিবন্ধন কমিশনকে (এনটিআরসিএ) বিলুপ্ত করে এ কমিশন গঠন করা হবে বলে তিনি জানান।

এ কমিশন গঠনের আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহন ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ কে সংশোধন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হওয়ায় অনেকেই চাকরি পাচ্ছেন না, সেই সঙ্গে নিবন্ধনকারীর সংখ্যা বেশি হওয়ার আর্থিক দুর্নীতি ও স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটছে। এ কারণে শিক্ষক নিবন্ধন কমিশন করা হচ্ছে। সংশোধিত বিধিমালা ও কমিশনের নিয়ম অনুযায়ী যারা পাস করে নিবন্ধিত হবেন তাদের সনদের মেয়াদকাল হবে তিন বছর।’

কমিশনটি পিএসসির আদলে ঘটন করা হবে। সেখানে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উপজেলা পর্যায় পর্যন্ত মেধা তালিকা তৈরি করা হবে। সেই সঙ্গে বিদ্যালয়গুলো থেকে শূন্যপদের সংখ্যা জেনে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আর পূর্বের নিয়মে যারা নিবন্ধিত ছিল তাদের সনদের মেয়াদও আগামী তিনি বছর পর্যন্ত থাকবে।

সম্মেলনে শিক্ষা সচিব ‍নজরুল ইসলাম খান, শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই