পিরিয়ডসের খুঁটিনাটি জানিয়ে প্রধানমন্ত্রীকে নারীদের টুইট!

গর্ভপাত নিষিদ্ধ করে আইন করার প্রতিবাদে অভিনব পন্থা বেছে নিয়েছেন আয়ারল্যান্ডের নারীরা। দেশটির প্রধানমন্ত্রী এন্ডা কেনিকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিয়মিত তাদের মাসিক চক্রের পাঠাচ্ছেন!

আইরিশ নারী কৌতুক অভিনেতা গ্রেইনি ম্যাগুওয়ার গত সোমবার সর্ব প্রথম প্রধানমন্ত্রী কেনিকে তাদের আইরিশ সংবিধানের ৮ নম্বর ধারা বাতিল করার জন্য একটা সচেতনতামূলক অভিযান চালানোর বিষয়ে টুইট করে। সংবিধানের ৮ নম্বর ধারা মতে, মাতৃগর্ভে ভ্রুণ হত্যা দণ্ডনীয় অপরাধ।

অন্য আইরিশ নারীরাও ম্যাগুওয়ার এর দেখাদেখি #repealthe8th হ্যাশট্যাগে এই হাওয়া বদলকারী কর্মকাণ্ডে যোগ দেয়।

অবশ্য গণভোট আয়োজনের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন ছাড়া সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়।

সেখানকার দল ইতিমধ্যে গণস্বাক্ষরের ডাক দিয়েছে এবং ইংল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইনটারন্যাশনালের আয়োজনে প্রধানমন্ত্রীর উদ্দেশে এক আবেদনপত্রে এরিমধ্যে প্রায় ৪৭ হাজার মানুষ স্বাক্ষর করেছে।

কৌতুক অভিনেতা গ্রেইনি ম্যাগুওয়ার এ বিষয়ে কৌতুক করে বলেন, ‘প্রধানমন্ত্রী কেনিকে নারীদের মাসিকের কথা বলায় দোষের কিছু নাই কারণ আমরা জানি সরকার আমাদের জননেন্দ্রিয়কে গুরুত্বের সাথে নেয়!’



মন্তব্য চালু নেই