পুকুরের পানি খাওয়ায় প্রকল্প করবে সরকার

জেলা পর্যায়ে ভূগর্ভস্থ পানির বদলে পুকুরের পানিকে খাওয়ার পানি হিসেবে ব্যবহারের জন্য সরকার প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) দলিলের খাতভিত্তিক পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পানিকে সেকেন্ডারি বা টারশিয়ারি হিসেবে বিবেচনা করা যাবে না। বরং এটাকে মেজর হিসেবে ধরে আমাদের এগোতে হবে। জেলা পর্যায়ে খাওয়ার পানি হিসেবে পুকুরের পানিকে ব্যবহারের জন্য অচিরেই আমরা প্রকল্প নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আসবো।’

গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তাগুলোকে ভৌগলিক মানচিত্রের অধীনে আনা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা রোড জিওমেট্রি ইনপ্রুভ করছি। দেশে গ্রাম পর্যায়ে প্রায় ৩ লাখ ৬ হাজার কিমি সড়ক তৈরি করা হয়েছে।’

এসব রোডে ভারী যানবাহন চলাচল বন্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘এসব রাস্তা হেভি ট্রাফিকের জন্য ডিজাইন করা হয় না। এটা রুলার ট্রান্সপোর্ট ছিল না, বরং ছিল রুরাল অ্যাক্সেস। এখন এটাকে ট্রাস্পপোর্টে রুপান্তর করার সময় এসেছে। এসব রোডে যারা হ্যাভি লোডিং নিয়ে গাড়ী চালাবে তাদের ক্রিমিনাল ওফেন্সে গ্রেপ্তার করতে হবে।’

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্চিনিয়ার মোশাররফ হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই