পুতিনের ওয়েবসাইড হ্যাকড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি ওয়েবসাইটে শক্তিশালী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেছেন, এ সাইবার হামলার সঙ্গে রাশিয়ার আঞ্চলিক নির্বাচনের সম্পর্ক রয়েছে।

নির্বাচনে একটি অঞ্চলে সরকারের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়ছে রুশ বিরোধী দল। পেশকোভ বলেন, রোববার সকালে রুশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়। একই সময়ে প্রেসিডেন্ট পুতিনের সরকারি ওয়েবসাইটে হামলা চালানো হয়। একে অত্যন্ত শক্তিশালী হামলা হিসেবে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

সাইবার হামলার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে কিছুই জানা নেই বলেও স্বীকার করেন পেশকোভ।



মন্তব্য চালু নেই