পুতিন কে, রাশিয়া কি জিনিস?

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চেনেন না বলে জানিয়েছেন।

শুধু তাই নয়, তিনি রাশিয়া সম্পর্কেও কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে দ্বিতীয় বিতর্কে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের মুখোমুখি হয়ে তিনি এসব মন্তব্য করে হাসির খোরাক জোটান।

সোমবার বাংলাদেশ সময় ভোরে মিসৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

এবিসি টেলিভিশনের মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঞ্চালনায় বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থী উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এক পর্যায়ে হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ‘ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার সরকার নির্বাচনে প্রভাব ফেলতে হ্যাকিং পরিচালনা করছে।’

তিনি বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন- তাদের জোর ধারণা, মার্কিন সরকারের তথ্য হ্যাকিংয়ের পেছনে রাশিয়া রয়েছে।’

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি পুতিনকে চিনি না। রাশিয়া সম্পর্কেও কিছু জানি না।’

এরআগে অবশ্য বিভিন্ন বক্তব্যে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি এও বলেন, ওবামার চেয়ে দেশ পরিচালনায় পুতিন ভালো।



মন্তব্য চালু নেই