পুরুষকে ধর্ষণ করলে পাঁচ বছরের কারাদণ্ড

পুরুষ ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফৌজদারি আইনে সংশোধনী এনেছে চীন। নতুন এই আইনে পুরুষ ধর্ষণকারীদের পাঁচ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে। রোববার এক প্রতিবেদনে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া জানিয়েছে, আগের আইনে ধর্ষণের শিকার বলতে কেবল নারীদের বোঝানো হতো। ওই আইনে পুরুষদের যৌন হয়রানি কোনো অপরাধ বলে বিবেচিত হতো না। গত আগস্টে সংশোধিত আইনটি দেশটির আইন পরিষদে পাস হয়েছে। রোববার থেকে এটি কার্যকর হয়েছে।

২০১০ সালে এক নারী নিরাপত্তা কর্মী তার পুরুষ সহকর্মীকে কর্মজীবী হোস্টেলে যৌন নির্যাতন করে। ওই মামলায় যৌন নির্যাতনের পরিবর্তে হামলা চেষ্টার মতো তুলনামুলক লঘু অভিযোগ আনা হয়েছিল। ওই নারীকে পরে আদালত ১২ মাসের কারাদণ্ড দেয়।

সংশোধিত আইনে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে মিলনকে ধর্ষণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর আগে ১৫ বছরের নিচে যৌনকর্মীর সঙ্গে মিলন করলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান ছিল। এছাড়া ধর্ষণের শাস্তি ছিল মৃত্যুদণ্ড।



মন্তব্য চালু নেই