পুরুষদের ফুসফুস, নারীদের স্তন ক্যান্সারের প্রকোপ বাড়ছে

জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটের মতে, দেশে ক্যান্সার আক্রান্তদের মধ্যে অধিকাংশই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত।

সংস্থাটির হিসাবে দেখা গেছে, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত পুরুষদের মধ্যে শতকরা প্রায় ২৮ শতাংশ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। নারী-পুরুষ মিলিয়ে এই সংখ্যা প্রায় ১৮ শতাংশ।

বিভিন্ন বয়সী প্রায় ১১ হাজার ক্যান্সার আক্রান্ত নারী ও পুরুষের উপরে গবেষণা করে বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট।

জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালের ক্যান্সার এপিডেমিওলজি বিষয়ক প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার বলেন, ধুমপানই ফুসফুস ক্যান্সারের মূল কারণ। এছাড়াও রয়েছে বায়ুদূষণ।

তবে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে।

ডা. তালুকদার আরও বলেন, ১০ বছর আগেও এক গবেষণায় দেখা গিয়েছিলো নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সারের প্রকোপ বেশি। তবে এখন স্তন ক্যান্সারের রোগী সবচেয়ে বেশি। সার্বিকভাবে হাসপাতালে ক্যান্সারের রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানালেন তিনি।



মন্তব্য চালু নেই