পুরুষাঙ্গের জন্য অলিম্পিক্সের বাইরে! আশ্চর্য মনে হলেও সত্যি…

অলিম্পিক্সের আঙিনায় কত ক্রীড়াবিদই না কতভাবে ডিসকোয়ালিফায়েড হয়ে যান। তবে, পুরুষাঙ্গের জন্য এমন ঘটনা! অলিম্পিক্সের ইতিহাসে এমন ঘটনা কবে ঘটেছে কেউ সহজে স্মরণ করতে পারছেন না।

অলিম্পিক্সের পোল ভল্টের হিটস চলছে। একে একে সকল প্রতিযোগীই পোল ভল্ট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। জাপানের প্রতিযোগী হিরোকি ওগিতাও পোল নিয়ে এগোলেন। প্রাণপণে ছুটতে ছুটতে এগিয়ে এলেন ওগিতা। পোলকে যতটা সম্ভব বেঁকিয়ে লাফ দিয়ে শূন্যে শরীরটাকে ছুঁড়েও দিলেন। পোল ছেড়ে শূন্যে তখন ওগিতা। শূন্যে থাকা শরীরটা তখন পেরিয়ে যাচ্ছে প্রায় দোতলার সমান উঁচু পিলারের উপর রাখা আড়াআড়ি বারটাকে। বারের পাশ দিয়ে নিচে আসছিল ওগিতার শরীর।

প্রথমে থাই, পরে হাতের ধাক্কাও লাগে বারে, কিন্তু তা পড়ে যায়নি। ফলে পয়েন্ট পাবেন বলে নিশ্চিত ছিলেন ওগিতার। কিন্তু, বিপদ বাধল যখন তাঁর পুরুষাঙ্গ গিয়ে বারে ধাক্কা খেল। পোল ভল্টের হিটস দেখতে আসা দর্শকাসনে মুহূর্তের নিস্তব্ধতা। থাই বা হাত লেগে যা হয়নি, সামান্য পুরুষাঙ্গের ধাক্কাতে তাই হল। ছিটকে নিচে গিয়ে পড়ল বার।

ম্যাটের উপর ছিটকে পড়ে তখন হতাশ ওগিতাও। এমনটাও হতে পারে বিশ্বাস হচ্ছিল না তাঁর। কারণ, পুরুষাঙ্গের ধাক্কায় বার পড়ে যাওয়াতে অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ওগিতা। একে দুর্ভাগ্য ছাড়া আর কি বা বলবেন!



মন্তব্য চালু নেই