পুরুষ জঙ্গিরা হুর পেলে নারী জঙ্গিরা কি পাবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিরা বিভ্রান্ত হয়ে প্রচার করছে মানুষ হত্যা করে বেহেশতে গেলে হুর মিলবে। পুরুষ জঙ্গিরা বেহেশতে হুর পেলে নারী জঙ্গিরা কি পাবে?

সোমবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মিলনায়তনে এক অালোচনা সভায় তিনি জঙ্গিবাদ নিয়ে এমন প্রশ্ন তোলেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ওই অালোচনা সভার অায়োজন করা হয়।

মন্ত্রী বলেন, শিক্ষিত ভদ্র ঘরের সন্তানরা আজ জঙ্গি হচ্ছে। এটি একটি সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা। একটি সমাজের তরুণ যুবকরা এভাবে লাশ হয়ে ঘরে ফিরছে, তা কোনোভাবেই মানা যাচ্ছে না। মানসিক বিকারগ্রস্ত ছাড়া এভাবে কেউ হত্যাযজ্ঞে মেতে উঠতে পারে না। জঙ্গিদের লাশ পর্যন্ত তাদের পরিবার নিতে অাসছে না।

পরিবার বা ব্যক্তিগত হতাশা থেকেই তরুণরা জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্তানের ওপর নজর রাখুন। তাদের মনের কথা বোঝার চেষ্টা করুন।

তিনি বলেন, ইসলাম বা কোনো ধর্মই মানুষ হত্যা বা সমাজে ফ্যাসাদ সৃষ্টি সমর্থন করে না।

নাসিম বলেন, শুধু জঙ্গিবাদ নয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ অমানুষের মতো কাজ করছে। সম্প্রতি সিলেটে কলেজছাত্রী খাদিজাকে কুপিয়ে এক মানসিক বিকারগ্রস্ত তরুণ তাই প্রমাণ করেছে।

মানসিক রোগীর সেবায় সমাজের সর্বমহলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী নাসিম।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. অাব্দুল হামিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।



মন্তব্য চালু নেই