পুলিশি হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সভা

প্রান্ত রনি, রাঙামাটি : তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে আহত নেতাকর্মী ও সাংবাদিকদের মারধর, হেনেস্তা করার অভিযোগে প্রতিবাদ সভা করেছে ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ।

শনিবার বিকাল সাড়ে তিনটায় জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন- জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি সমীর কান্তি দে। সভা সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মিশু দে।

বক্তারা বলেন- গণতান্ত্রিক দেশে এই ধরনের শান্তিপূর্ণ হরতালে পুলিশি হামলা নেক্কারজনক। রাষ্টের পৈশাচিক হামলার কাছ থেকেও বাদ যাচ্ছেনা গণমাধ্যম কর্মীরাও। তারা এই সব বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ৩১ জানুয়ারি (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্দনের ঘোষনা দেন।

এসময় জেলা সিপিবি ও জেলা,কলেজ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই