‘পুলিশের ধাওয়ায়’ পানিতে ডুবে যুবকের মৃত্যু, গণপিটুনিতে পুলিশ নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুকুরে পড়ে যুবকের মৃত্যু ও পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৬টার দিকে সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুল মতিন (৪০)। নিহত পুলিশ কনস্টেবলের নাম আরিফুর (৩৫)।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বিকাল ৬টার দিকে সোনারগাঁও থানার এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার রাইজদিয়া এলাকাতে আবদুল মতিন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল মতিন দৌড়ে পালানোর সময় দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পড়ে ডুবে মারা যায়।

এরপর এলাকার লোকজন ‘পুলিশের ধাওয়ায়’ মতিনের মৃত্যুর কারণে ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে পুলিশের কনস্টেবল আরিফুর মারা যান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আবদুল মতিন পানাম নগরীপুল এলাকাতে একটি পানের দোকানদার বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় একাধিক সূত্র জানান, মতিন মূলত মাদক সেবন করেন।



মন্তব্য চালু নেই