পুলিশের প্রচেষ্টায় বেঁচে গেলেন মেরকেল

চেক প্রজাতন্ত্র সফররত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরেকেলকে হত্যাচেষ্টা বানচাল করেছে পুলিশ। রাজধানী প্রাগ সফরকালে মেরকেলের গাড়িবহরে মোটসাইকেলযোগে সশস্ত্র এক তরুণ যোগ দেয়ার চেষ্টা করেছে। পরে তাকে আটক করেছে দেশটির পুলিশ।

প্রাগ পুলিশের মুখপাত্র জোসেফ বোকান ব্রিটিশ দৈনিক ডেইলি মিররকে বলেন, গুপ্তহত্যার চেষ্টাকারীকে আটক করা হয়েছে। আটক তরুণ অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে; বিশেষ করে সরকারি আইন লঙ্ঘন করে সহিংসতার চেষ্টা করেছেন। প্রাগের গোয়েন্দা কর্মকথা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সবোতকার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাগ সফরে রয়েছেন মেরকেল। বিমানবন্দর থেকে রাজধানীতে যাওয়ার সময় মেরকেলের গাড়িবহরে আগ্নেয়াস্ত্রসহ ঢুকে পড়ার চেষ্টা করে অাটক ওই ব্যক্তি।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ইউরোপে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মাঝেই মেরকেলকে হত্যাচেষ্টার অভিযোগে তরুণকে আটক করা হলো। এর আগে, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কয়েক`শ মানুষের প্রাণহানি ঘটেছে।



মন্তব্য চালু নেই