পুলিশের মিস ফায়ারে শিশু গুলিবিদ্ধ

কুষ্টিয়ায় পুলিশের মিস ফায়ারে ইমন (৬) নামে এক শিশু গুলিদ্ধি হয়েছে। শিশুটির মুখের নিচে বিদ্ধ গুলিটি বের হয়ে গেলেও তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইনের চানমারী বাট থেকে ফায়ার করলে মিস হয়ে তা নির্দিষ্ট সীমানা অতিক্রম করে গড়াই নদীর তীরবর্তী হরিপুর গ্রামে ইমনের গায়ে লাগে।

পুলিশের ফায়ারিং কর্মসূচিতে এ রকম ঘটনা আগেও ঘটেছে বলে জানিয়েছেন গ্রামবাসী। আহত ইমন সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের সাবলু রহমানের ছেলে।

ইমনের বাবা সাবলু রহমান বাংলামেইলকে জানান, মঙ্গলবার সকালে তার ছেলে বাড়ির বাইরে খেলছিল। এমন সময় দূর থেকে আসা একটি গুলি পাশের একটি টিনের চালে লেগে ফিরে তা ইমনের মুখে লাগে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার বাংলামেইলকে জানান, শিশুটির মুখের নিচে (থুতনী) গুলি লেগে বের হয়ে যায়। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। তবে তার অবস্থা গুরুতর বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই