পুলিশের সঙ্গে “বন্দুকযুদ্ধে” দুই জেএমবি কমান্ডার নিহত

রাজধানীর হাজারীবাগে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই কমান্ডার নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিকদার হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত জেএমবির কমান্ডাররা হলেন- ন্যাশনাল কমান্ডার আব্দুল্লাহ নোমান ও ঢাকা ডিভিশনাল কমান্ডার হিরন ওরফে কামাল।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের এডিসি ছানোয়ার হোসেন জানান, কিছুদিন আগে মিরপুর থেকে আটক জঙ্গিদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে কামরাঙ্গীরচর থেকে তিন জঙ্গিকে আটক করেন তারা।

তাদের দেয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে শিকদার মেডিকেলের পেছনে বেড়িবাধে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে জেএমবির ন্যাশনাল কমান্ডার আব্দুল্লাহ নোমান ও ঢাকা ডিভিশনাল কমান্ডার হিরন গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই