পুলিশের স্কুলে ক্রীড়া অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

রাজধানীর মিরপুরের একটি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফারণে দুইজন দগ্ধ হয়েছেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আইজিপি শহীদুল ইসলামের।

শনিবার সকালে মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর দগ্ধ অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তথ্যটি নিশ্চিত করেন ঢামেক পুরিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মোজাম্মেল হক।

তিনি জানান, বার্ষিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলুন ফুলানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে দু’জন গুরুত্বর দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে স্কুলের ক্লিনার গফুরের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার কথা ছিল আইজিপির।

কাফরুল থানা ডিউটি অফিসার এসআই সাবিনা জানান, আইজিপি আসার কিছুক্ষণ আগে বিস্ফোরণটি ঘটে।



মন্তব্য চালু নেই